ভার্সিটি প্রিপারেশনঃ এক্সাম ব্যাচে ভর্তি চলছে। এখনই ফ্রি ফেসবুক গ্রুপে জয়েন করুন।

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান প্রথম অধ্যায় (জীবন পাঠ) পরীক্ষা নং ০১

UCCHASH
0

Your exam will be over 1200 seconds


নবম দশম শ্রেণির জীববিজ্ঞান প্রথম অধ্যায় (জীবন পাঠ) পরীক্ষা নং ০১

সময় : ২0 মিনিট                      পূর্ণমান ২৫

নির্দেশনা:

১. পরীক্ষাটি ২০ মিনিটের । ২০ মিনিট পর স্বয়ংক্রিয়ভাবে আপনাকে উত্তরের পেজে নিয়ে যাওয়া হবে অথবা  ‘‘উত্তর দেখুন’’ বাটনে ক্লিক করে উত্তর দেখতে পারবেন।

২. উত্তর খাতায় লিখে পরীক্ষা শেষে উত্তরপত্রের পেজের সাথে মিলিয়ে নিন

৩. আপনার স্কোর কমেন্ট সেকশনে উল্লেখ করুন এবং আপনার মেধাতালিকা যাচাই করুন।


০১. নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা?

ক. হিস্টোলজি            খ. ভ্রূণবিদ্যা

গ. বংশগতিবিদ্যা        ঘ. সমুদ্রবিজ্ঞান

০২.     আদি প্রকৃতির কোষে কোনটি থাকে?

ক. মাইটোকন্ড্রিয়া     খ.  রাইবোজোম

গ. লাইসোজোম         ঘ. প্লাস্টিড

০৩.  উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটি?

ক. ICZN                   খ. IMVN

গ. IMCB                   ঘ. ICBN

০৪.     Copsychus saularis কার বৈজ্ঞানিক নাম?

ক. এশিয়ান টোড   খ. দোয়েল  

গ. শাপলা               ঘ. কাঁঠাল

০৫.     পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?

ক. পরিবেশবিজ্ঞান   খ. কৃষিবিজ্ঞান

গ. চিকিৎসাবিজ্ঞান   ঘ. প্রত্নতত্ত্ব বিজ্ঞান

০৬.     “মনেরা” রাজ্যভুক্ত জীব কোনটি?

ক. নীলাভ সবুজ শৈবাল   খ. শৈবাল  

গ. ছত্রাক                          ঘ. উদ্ভিদ

০৭. কত সালে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তিত হয়?

ক. ১৬৫৮                  খ. ১৭০৫

গ. ১৭৬৮                   ঘ. ১৭৫৮

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও: চারটি জীবের নমুনার প্রথমটি খাদ্য গলাধঃকরণ করে। দ্বিতীয়টি খাদ্য শোষণ করে। তৃতীয় ও চতুর্থটি যথাক্রমে ফটোসিনথেসিস ও কেমোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য তৈরি করে।

০৮.     মাশরুম কোনটির অন্তর্ভুক্ত হবে?

ক. নমুনা-১                  খ. নমুনা-২  

গ. নমুনা-৩                   ঘ. নমুনা-৪

০৯.     প্লাস্টিডবিহীন জীব-

i. প্রথম নমুনা

ii. দ্বিতীয় নমুনায়

iii. চতুর্থ নমুনা

নিচের কোনটি সঠিক?

         ক. i ও ii                   খ. i ও iii

       গ. ii ও iii                  ঘ. i, ii, ও iii

১০. আর্কিগোনিয়েট জীব কোনটি?

         ক. মাশরুম                          খ. পেনিসিলিয়াম

         গ. ব্যাকটেরিয়া                      ঘ. শেবাল

১১. নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? 

ক. বাস্তুবিদ্যা                             খ. বিবর্তনবিদ্যা

গ. প্রাণরসায়ন                         ঘ. জীবপ্রযুক্তি

১২. কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত

ক) মাইটোকন্দ্রিয়া    

খ) প্লাস্টিড

গ. এন্ডোপ্লাজমিক রেটিকলাম

ঘ) রাইবোজোম  

১৩. জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটি?

ক. Taxonomy      খ. Physiology

গ. Entomology     ঘ. Genetics

১৪.      ব্যাকটেরিয়া কোন ধরনের জীব?

ক. উদ্ভিদ                   খ. প্রাণী

গ. জড় বস্তু         ঘ. অণুজীব  

১৫.  হরমোন নিয়ে আলোচনা করা হয় কোনটিতে?

ক. Endocrinology  খ. Microbiology

    গ. Entomology     ঘ. Biotechnology 

১৬.  কোন রাজ্যের জীবদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া  ও এন্ডোপ্লাজমিক জালিকা নেই?

ক. মনেরা            খ প্লান্টি

গ. প্রোটিস্টা          ঘ. ফানজাই

১৭.     জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কোনটি?

ক. Oryza sativa   

খ. Nymphaea nouchali  

গ. Hibiscus rosasinesis

ঘ. Artocarpus hetewrophyllus

১৮. আর, এইচ, তুইটেকার কত সালে ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন?

ক. ১৯৬৬              খ. ১৯৬৭

গ. ১৯৮৬                ঘ. ১৯৬৯  

১৯.  নিচের কোনটির ক্রোমাটিন বস্তুতে DNA, RNA ও প্রোটিন থাকে?

ক. মনের              খ.  প্রোটিস্টা  

গ) ফানজাই          ঘ. প্লান্টি

২০.     জীববিজ্ঞানের জনক কে?

ক. ডারউইন         খ. অ্যারিস্টটল

গ. কেলভিন'         ঘ. মেন্ডেল

২১. গোল আলুর বৈজ্ঞানিক নাম কী?

ক. Oryza sativa   

খ. Nymphea nouchali

গ. Solanum tuberosum

ঘ. Mangifera indica

২২.     আদি প্রকৃতির কোষে কোনটি থাকে?

ক.  মাইটোকন্ড্রিয়া    খ.  রাইবোজোম  

গ. লাইসোজোম       ঘ. প্লাস্টিড

২৩.     নিচের কোনটি আর্কিগোনিয়েটস?

         ক. Agaricus              খ. Artocarpus

গ. Penicillium            ঘ. Nostoc

২৪. হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোনটিতে?

ক. ভলভক্স                   খ. ডায়াটম

গ. মাশরুম                   ঘ) নস্টক

২৫. ঢাকায় আবিষ্কৃত ব্যাঙটির বৈজ্ঞানিক নাম কী?

ক. Gakerana dhaka         খ. Jekerena dhaka

গ. Zakerana Dhaka         ঘ. Zerkirana Dhaka


‘‘উত্তর দেখুন’’


‘‘পরীক্ষাটি পুনরায় শুরু করুন’’

BIOLOGY EXAM



Post a Comment

0Comments
Post a Comment (0)